শবনমে মুগ্ধ পূর্ণিমা

- আপডেটের সময়: ০৬:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৩০ সময় দেখুন

চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনম। অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন উপমহাদেশের দর্শকদের মন। অনেক দিন হলো অভিনয়ে পাওয়া যায় না তাকে। সময় কাটান নিজের মতো। নিজের মতো করেই খোঁজ রাখেন সবার।
সম্প্রতি আম্মাজান খ্যাত এ অভিনেত্রীর আচরণে মুগ্ধ ঢালিউডের আরেক অভিনেত্রী পূর্ণিমা। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। শবনমকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘শিল্পী জীবন মাঝে মাঝে ভীষণ সার্থক মনে হয়।’
তার কথায়, ‘শিল্পী জীবন মাঝে মাঝে ভীষণ সার্থক মনে হয় যখন আপনার মতো কিংবদন্তী শিল্পী বলেন, ‘পূর্ণিমা তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কাজ আমি দেখেছি।’
পূর্ণিমা বলেন, ‘আমাদের একজন শবনম আছেন, এটাই আমাদের গর্বের বিষয়। আপনার সান্নিধ্যে এসে সময় কাটিয়েছি। এই পরম ভালোলাগার স্মৃতি শ্রদ্ধার সাথে লালন করবে আমার হৃদয়ে।’
শেষে লিখেছেন, ‘প্রিয় শবনম ম্যাম আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন অনেক দোয়া, ভালোবাসা।’