নতুন এই জেনারেশনকে মোবাইলের হাত থেকে কিছুটা দূরে সরিয়ে বইয়ের দিকে আগ্রহী করতে বছর চারেক আগে “রিড রোম বাই রাফিদ” ( Read-Roam by Rafid) নামের বুক রিভিউ পেজ খুলেছিলেন বইপড়ুয়া রাফিদ হোসেন। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও তিনি করেছিলেন বেশ কিছু বুক কনটেন্ট যেখানে বইয়ের পাশাপাশি ভ্রমণও ছিল তার কনটেন্ট সঙ্গী। বই ও ভ্রমণ একসাথে করে দুর্দান্ত এক সিরিজ “বইটুর” অসংখ্য মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে রাফিদ হোসেন এ পর্যন্ত ৫০০টিরও বেশি কনটেন্ট তৈরি করেছেন। তার এই নিরলস প্রচেষ্টার মূল লক্ষ্য একটাই তরুণ প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে বের করে এনে বইয়ের বিশাল ও বৈচিত্র্যময় জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।