০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে ফার্মাসিস্ট দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র,সেবা ব্যাহত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৫২ সময় দেখুন

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের  বায়রা   উপস্বাস্থ্য কেন্দ্রটি ১জনবল(ফার্মাসিস্ট) দিয়ে   চলছে চিকিৎসা সেবা। এ স্বাস্থ্য কেন্দ্রটিতে জনবল  সংকটে   ব্যাহত হচ্ছে  স্বাস্থ্য  সেবাসহ অফিসের কার্যক্রম ।

সংশ্লিষ্ট সূত্রে  জানাগেছে,  সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন উপস্বাস্থ্য সেবা কেন্দ্রেটিতে নিয়ম অনুযায়ী ১জন এমবিবিএস ,  ১জন ফার্মাসিস্ট ,  ১জন মেডিকেল  সহকারী (এসএসিএমও)  ১ জন পিয়নসহ ৪জন  জনবল থাকার কথা থাকলেও তার বিপরীতে  রয়েছে  মাত্র ১জন  জনবল।  হাসপাতালের গুরুত্বপূর্ণ  পদ এমবিবিএস আছেন অন্যত্র প্রেষণে। মেডিকেল সহকারী  ও পিয়ন  অবসর জনিত কারণে  দুই বছর  ধরে পদ দুটি শূন্য  হলেও অধ্যবধি শূন্য পদে হয়নি কোন  নিয়োগ। ১জন জনবল(ফার্মাস্টিট) থাকলেও  তিনি সড়ক দূর্ঘটনায়  পঙ্গু । এ অবস্থায় সকাল ৮টা হতে আড়াইটা পর্যন্ত  তিনি কোন রকম  সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একাই।   জনবল শূন্য  থাকায়  চিকিৎসা  সেবা  বিঘ্নিত  হলে ও   কর্তৃপক্ষ  নির্বাক।   ।  দীর্ঘ দিন ধরে  জনবল সংকটে   এ অবস্থার সৃষ্টি  হচ্ছে।
ফার্মাসিস্ট কমল  চন্দ্র সরকার বলেন, চিকিৎসকসহ জনবল সংকট ৩জন। আমি  কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছি। এখন   কিছুটা  সুস্থ্য এ  অবস্থায়  একাই  হাসপাতালটি চালাচ্ছি। তিন জনের কাজ কখনও একা করা যায়  না তবুতো চালিয়ে যেতে হচ্ছে  কি করার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাফসান রেজা খান বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রে জনবল সংকটের  বিষয়টি উপরে জানানাে হয়েছে।  খুব শিঘ্রই  এ সমস্যা সমাধান হবে।

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিংগাইরে ফার্মাসিস্ট দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র,সেবা ব্যাহত

আপডেটের সময়: ০২:০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের  বায়রা   উপস্বাস্থ্য কেন্দ্রটি ১জনবল(ফার্মাসিস্ট) দিয়ে   চলছে চিকিৎসা সেবা। এ স্বাস্থ্য কেন্দ্রটিতে জনবল  সংকটে   ব্যাহত হচ্ছে  স্বাস্থ্য  সেবাসহ অফিসের কার্যক্রম ।

সংশ্লিষ্ট সূত্রে  জানাগেছে,  সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন উপস্বাস্থ্য সেবা কেন্দ্রেটিতে নিয়ম অনুযায়ী ১জন এমবিবিএস ,  ১জন ফার্মাসিস্ট ,  ১জন মেডিকেল  সহকারী (এসএসিএমও)  ১ জন পিয়নসহ ৪জন  জনবল থাকার কথা থাকলেও তার বিপরীতে  রয়েছে  মাত্র ১জন  জনবল।  হাসপাতালের গুরুত্বপূর্ণ  পদ এমবিবিএস আছেন অন্যত্র প্রেষণে। মেডিকেল সহকারী  ও পিয়ন  অবসর জনিত কারণে  দুই বছর  ধরে পদ দুটি শূন্য  হলেও অধ্যবধি শূন্য পদে হয়নি কোন  নিয়োগ। ১জন জনবল(ফার্মাস্টিট) থাকলেও  তিনি সড়ক দূর্ঘটনায়  পঙ্গু । এ অবস্থায় সকাল ৮টা হতে আড়াইটা পর্যন্ত  তিনি কোন রকম  সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একাই।   জনবল শূন্য  থাকায়  চিকিৎসা  সেবা  বিঘ্নিত  হলে ও   কর্তৃপক্ষ  নির্বাক।   ।  দীর্ঘ দিন ধরে  জনবল সংকটে   এ অবস্থার সৃষ্টি  হচ্ছে।
ফার্মাসিস্ট কমল  চন্দ্র সরকার বলেন, চিকিৎসকসহ জনবল সংকট ৩জন। আমি  কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছি। এখন   কিছুটা  সুস্থ্য এ  অবস্থায়  একাই  হাসপাতালটি চালাচ্ছি। তিন জনের কাজ কখনও একা করা যায়  না তবুতো চালিয়ে যেতে হচ্ছে  কি করার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাফসান রেজা খান বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রে জনবল সংকটের  বিষয়টি উপরে জানানাে হয়েছে।  খুব শিঘ্রই  এ সমস্যা সমাধান হবে।