লক্ষ্মীপুরে টানা বৃষ্টির কারনে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ দেখা দিয়েছে

- আপডেটের সময়: ০৬:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৫০ সময় দেখুন

জি এ সাজু >>> মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এবং ভোগান্তির সৃষ্টি হয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রামগতি আবহাওয়া অফিসের কর্মকর্তা মোঃ সৌরভ হোসেন। তিনি জানান এই বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় পরীক্ষা শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ছাত্র ছাত্রীরা।মঙ্গলবার (০৮ জুলাই) লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট বাজার গিয়ে দেখা যায়, রাস্তার দুপাশে বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সাপ্তাহিক বাজার হওয়াতে ক্রেতা এবং বিক্রেতা উভয় ভোগান্তিতে রয়েছেন।
বাজারের চা বিক্রেতা আবদুর রহিম জানান অন্যসময় যেখানে দৈনিক আমি পনের থেকে বিশ হাজার টাকা বিক্রি করি এখন টানা বৃষ্টির কারনে পাঁচ হাজার টাকাও বিক্রি করতে পারছিনা। ভোগান্তির কথা তুলে ধরে কাঁচাতরকারি বিক্রেতা অহিদুর রহমান জানান সপ্তাহে শনি ও মঙ্গলবার পালেরহাট সাপ্তাহিক বাজার বসে কিন্তু টানা সপ্তাহ ধরে বৃষ্টি হওয়াতে রাস্তার দুপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে আমরা ঠিকমতো বসে কাঁচাতরকারি বিক্রি করতে পারছিনা। এছাড়া লক্ষ্মীপুর পৌর শহর সহ সদর উপজেলা বিভিন্ন হাটবাজারে টানা বৃষ্টির প্রভাবে বেশ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এলাকাবাসী মনে করে করেন পর্যাপ্ত ড্রেনেজ এবং পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। তাই এলাকাবাসীর দাবি জেলার বিভিন্ন হাটবাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতা নিরসনে পর্যাপ্ত ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।