ভোলাহাটে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন মনোনয়ন প্রত্যাশী ফেরদৌস

- আপডেটের সময়: ১২:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪১ সময় দেখুন

(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফার লিফলেট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে তরুণ মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম।
শনিবার(২০ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী ও জামবাড়িয়া ইউনিয়ন এর বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারেক রহমান এর ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ কাওসারুল ইসলাম রঞ্জু, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন ও দলদলী ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,
আলিনগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম গাজী, রহনপুর পৌর ছয় নং ওয়ার্ড বিএনপি’র, সভাপতি, আমজাদ হোসেন মেম্বার, সিনিয়র সহ-সভাপতি, বাদল আলী, বিএনপি নেতা বিপ্লব, সেরাজুল ইসলাম, আরমান আলী, মহিলা দলনেত্রী রেহেনা খাতুন, ফেরদৌসী বেগম,যুবনেতা,জুয়েল আলী,হাসান আলীসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী, সংগঠনের,নেতাকর্মীরা।
ফেরদৌস ইসলাম খোকন বলেন, তারণ্যের বাংলাদেশ গড়তে স্বচ্ছ রাজনীতির কোন বিকল্প নেই। তাই তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে গণতন্ত্র পূণ-প্রতিষ্ঠা ও সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।