চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সিফাত রানার বিরুদ্ধে অপ্রচার, বিভিন্ন মহলের ক্ষোভ

- আপডেটের সময়: ১১:৩১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১ সময় দেখুন

দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া গণমাধ্যম বার্তা২৪.কম এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সিফাত রানার বিরুদ্ধে নানারকম মিথ্যা বানোয়াট গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। পেশাদার সাংবাদিক সিফাত রানাকে নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলে অনুসন্ধানে জানা গেছে। এনিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) মর্নিং বিডি, স্বাধীন বাংলা টিভি নামের একটি অনিবন্ধিত ও ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেইজ থেকে সাংবাদিক সিফাত রানার নামে অপপ্রচার চালানো হয়েছে। অথচ সিফাত রানা দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিক হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সুনামের সাথে কর্মরত রয়েছেন। তার সাফল্যে ইর্ষান্নিত হয়ে একটি কুচক্রী মহল ও স্বৈরাচারের দোসররা এমন গুজব প্রচার করছে।
এবিষয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রফিকুল আলম জানান, সিফাত রানার মতো একজন দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকের পেছনে লাগাটা ঠিক না। সুতরাং কুচক্রী মহলকে সাবধান থাকার পরামর্শ দেয়। তা না হলে ষড়যন্ত্রকারীদের ভয়ংকর পরিনতি হবে এবং আগামীতে কঠোর জবাব দিতে হবে।
দেশ টিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান বলেন, সিফাত রানা দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে। অনিয়ম দূর্নীতি করে এমন অপরাধীদের বিরুদ্ধে তার ভূমিকা অপরিসীম। তার বিভিন্ন সংবাদ প্রকাশের জের ধরেই এমন গুজব ছড়ানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আইন-শৃঙ্খলা বাহিনী এ ঘটনায় প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা না নিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
চাঁপাইনবাবগঞ্জ অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও মাল্টিমিডিয়া গণমাধ্যম সিএন বাংলার সম্পদক মেসবাউল হক বলেন, যে ব্যক্তি এসব গুজব ও মিথ্যা তথ্য প্রচার করছে, এর আগে তাকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। তার বিরুদ্ধে এমন অপপ্রচার কোনভাবেই কাম্য নয়। অভিযু্ক্ত কথিত সাংবাদিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এমন ভুয়া সংবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সংবাদিকরা।
বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেন বলেন , একজন পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানোর বিষয়টি দুঃখজনক। আমরা পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্যতার ভিক্তিতে পেশাগত দায়িত্ব পালন করতে চাই। এনিয়ে সকলকে আরও সচেতন ও সর্তক থাকতে হবে।
নাগরিক টিভির জেলা প্রতিনিধি ইয়াসিন আরাফাত বলেন, বছরখানেক আগে এক কথিত সাংবাদিককে চাঁদাবাজি করতে গিয়ে মারধরের শিকারের ভিডিও ছাড়াকে কেন্দ্র করে এই মিথ্যা গুজব ছড়িয়ে দেয়া হয়েছে। ঘটনার দিন কয়েকজন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এমন ঘটনার সুষ্ঠ তদন্ত হওয়া উচিত।