লক্ষ্মীপুরে সাংবাদিকদের উপর হামলা, একজন গুলিবিদ্ধ সহ চার সাংবাদিক আহত

- আপডেটের সময়: ০১:২৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৩ সময় দেখুন

জি এ সাজু >>> লক্ষ্মীপুর উত্তর জয়পুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক।তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন একজন। গুলিবিদ্ধ সাংবাদিক চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ। আহত বাকি তিন সাংবাদিক হলেন দৈনিক খবরের কাগজ পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি মো. আলাউদ্দিন এবং সাংবাদিক আব্দুল মালেক নিরব। সোমবার (০৩ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় উত্তর জয়পুর শ্যামপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, এক কুয়েত প্রবাসী সাংবাদিক রফিকুল ইসলামকে ফোন করে জানান, তার বাড়িতে তার প্রতিপক্ষের লোকজন হামলা ও লুটপাট করছে। এমন সংবাদ পেয়ে সাংবাদিক রফিক তার ৩ সহকর্মীকে নিয়ে লক্ষ্মীপুর শহর থেকে ঘটনাস্থলে রওনা দেন। দত্তপাড়া ডিগ্রি কলেজের একটু সামনে গেলে ৭-৮ জনের মুখোশপরা একটি সংঘবদ্ধ দল সাংবাদিকদের প্রতিরোধ করেন। এসময় সাংবাদিক ও সন্ত্রাসীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন সাংবাদিক রফিকুল ইসলাম এবং গুলিবিদ্ধ হন সাংবাদিক ফয়সাল মাহমুদ। এ সময় সাংবাদিকদের কাছে থাকা ক্যামেরা মোবাইল এবং নগদ টাকা লুটে নেয় সন্ত্রাসীরা।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত সাংবাদিকদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানান, তিনজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থায় গুরুতর। তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পাশাপাশি অন্য আহত ফয়সাল মাহমুদের পায়ে দুইটি আঘাত রয়েছে।
এদিকে খবর পেয়ে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম পাভেল জানান, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে আমরা প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি।যদি এ সময়ের মধ্যে কাউকে গ্রেপ্তার না করা হয় তবে আমরা প্রেসক্লাব থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবো।