স্টাফ রিপোর্টারঃ
রমজান মাসে মুসলিমরা উপবাস রাখার পাশাপাশি মদ্যপান, ধূমপান, শারীরিক মিলন এবং যে কোনওরকম পাপকার্য থেকে বিরত থাকেন। এই সময় প্রার্থনা, দান করে থাকেন মুসলিমরা। সন্ধের প্রার্থনার পর সেদিনের মতো উপবাস ভঙ্গ করে।
এই পবিত্র মাহে রমজান মাস প্রসঙ্গে আলোচনা কালে রাজ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শামীম রানা বলেন, ২৯-৩০ দিন পর্যন্ত চলে রমজান মাস। এই একমাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস বা রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। ইসলাম অনুযায়ী, হজরত মহম্মদ যখন কুরান সৃ্ষ্টি করেন তখন থেকেই রমজান মাস পালন হয়।
এ ব্যাপারে আলোচনা কালে তিনি আরো বলেন, করোনার ক্রান্তিলগ্নে এসেছে এবারের পবিত্র মাহে রমজান। যার কারণে গরিব-দুঃখীরা চরম কষ্টে দিনাতিপাত করছে বা রোজা রাখছে। যদিও সাধ্যমত রাজ ডেভলপমেন্ট সোসাইটি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। উল্লেখ্য যে এ চেষ্টা শুধু এই ক্রান্তিকালে বা রমজান মাসেই নয় বরং রাজের সৃষ্টিলগ্ন থেকেই আমরা অসহায় নিপীড়িত মানুষের পাশে আছি অত্যন্ত আস্থা ও বিশ্বস্ততার সাথে।
আপনার মতামত লিখুন :